Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

উপজেলাভূমিঅফিসেরকার্যক্রমঃ

  1. ১.সংস্থাপন বিষয়ক কার্যাবলী : উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসেরকর্মকর্তা/কর্মচারীদের চাকুরি সংক্রান্ত প্রশিক্ষণ, বদলী,অবসর   পেনসন,ছুটিপদোন্নতি ইত্যাদি।
  • ২.ভূমি উন্নয়ন কর দাবী নির্ধারণ ও আদায়।
  • ৩.নামজারি, জমা ও খারিজ।
  • ৪. রেন্ট সার্টিফিকেট মামলার দ্রুত নিস্পত্তি করণ।
  • ৫. সরকারি জমি রক্ষনাবেক্ষন।
  • ৬. নতুন জলমহাল নীতির সুষ্ঠু বাস্তবায়নসহ সায়রাতমহল রক্ষনাবেক্ষন।
  • ৭. দেওয়ানী মামলা সমূহের এসএফ প্রেরণ।
  • ৮. হাট-বাজার ইজারা প্রদান।
  • ৯. স্বত্বলিপি হালনাগাদ করণ।
  • ১০. ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত ও রেকর্ডপত্র সংরক্ষন।
  • ১১. অধীনস্থ কর্মচারিদের বার্ষিক গোপনীয় অনুবেদন প্রনয়ণ।
  • ১২. অধীনস্থ কর্মচারিদের জন্য বেতন ভাতাদি উত্তোলন।
  • ১৩. গুচ্ছগ্রাম/আদর্শ গ্রাম প্রকল্প গ্রহণে সহায়তা করণ।
  • ১৪. সরকারি স্বার্থ সংশ্লিষ্ট মোকদ্দমা সমূহে সরকারি স্বার্থ সংরক্ষনের আইনানুগ ব্যবস্থা নিশ্চিতকরণে সহায়তা প্রদান।
  • ১৫. অর্পিত সম্পত্তির যথাযথ সংরক্ষণসহ বন্দোবস্ত প্রদান।
  • ১৬. ব্যক্তিগত ও সরকারি জমিতে সীমানা নির্ধারণে সহায়তা।
  • ১৭. বিবিধ দাবী ও আদায়ের হিসাব রক্ষণাবেক্ষন
  • ১৮. সরকারি ঘরবাড়ী, আসবাবপত্র ভালো অবস্থায় রাখার জন্য সংরক্ষনে সহায়তা।
  • ১৯. জরিপ কার্যক্রমে সহায়তা করন।
  • ২০. সিকস্তি, পয়স্থি জমি নির্ধারণ।
  • ২১. ভূমি সংক্রান্ত পরিসংখ্যান ও প্রকাশনা।
  • ২২. তহশিল অফিস সমূহের কার্যক্রম তদারকী ও সমন্বয় সাধন।
  • ২৩. সরকারি সম্পত্তি রক্ষনাবেক্ষন।

উপজেলাভূমিঅফিসেরনাগরিকসেবাসমূহ:

  • ১. নামজারি, জমা ও খারিজ
  • ২. খাস জমি বন্দোবস্ত ব্যবস্থাপনা
  • ৩. গুচ্ছ গ্রাম/আদর্শ গ্রাম প্রকল্প গ্রহণ
  • ৪. জমির সীমানা নির্ধারণ
  • ৫. হাট-বাজার ইজারা প্রদান
  • ৬. কবুলিয়ত ফরম প্রদান ও পূরণ
  • ৭. রেকর্ড সংশোধন তদারকি
  • ৮. সায়রাত মহল ব্যবস্থাপনা
  • ৯. সরকারি সম্পত্তি সংরক্ষন
  • ১০. অর্পিত সম্পত্তির বন্দোবস্ত ব্যবস্থাপনা
  • ১১. জমি সংক্রান্ত মামলায় সহায়তা প্রদান
  • ১২.অবৈধ দখল উচ্ছেদে সহায়তা করণ

উপজেলাভূমিঅফিসেরশাখাসমূহওতাদেরকার্যাবলীঃ

o সংস্থাপন শাখাঃ কর্মকর্তা ও কর্মচারীদেরবেতন ভাতা বিল প্রস্ত্তত করণসহ চাকুরি সংক্রান্ত তথ্যাদি, প্রশিক্ষন, নিয়োগ, বদলী, অবসর পেনশন/ছুটি/টাইম স্কেল ও পদোন্নতি ইত্যাদি।

o নাজির-কাম-ক্যাশিয়ারঃ বিলখাতা সংক্রান্তসকল নথি ও রেজিস্টার সংরক্ষন, আরআরডিসিআর বহি সংরক্ষন ও বিতরণ, স্টেশনারীমালামাল ক্রয়, জাবেদা নকল সরবরাহ সংক্রান্ত নথি, রিভিউ/মিস নথি, নিলামসংক্রান্ত নথি, পিও ৯৬/৯৭ ও ৯৮/৭২ নথি।

o সার্টিফিকেট সহকারিঃ সার্টিফিকেট মামলা সংক্রান্ত সকল নথি সংরক্ষন।

 

o জমা সহকারিঃ ভূমি উন্নয়ন কর সংক্রান্তনথি, নামজারি মোকদ্দমা সংক্রান্ত নথি, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক বিবরণী প্রস্ত্তত করন।

o ভিপি সহকারিঃ বর্ণিত সম্পত্তির হিসাব ও বন্দোবস্ত সংক্রান্ত কাজ।এছাড়াও খাস জমি বন্দোবস্ত ব্যবস্থাপনা কাজ করে থাকেন।

o প্রধান সহকারিঃ সায়রাতমহাল, হাজিরা বহি, গার্ড ফাইল, পত্র গ্রহণ ও পত্র প্রেরণ, অডিট আপত্তি, মুভমেন্ট রেজিষ্টারসংরক্ষন, ফাইল ইনডেক্স সংরক্ষন।

সচরাচরজিজ্ঞাসা

o নামজারী, জমা ও খারিজ সম্পর্কিত তথ্যাবলী

o ভূমি উন্নয়ন কর সংক্রান্ত তথ্য

o দেওয়ানী মামলা সংক্রান্ত তথ্য

o ভূমি জরিপ/সীমানা নির্ধারণ সংক্রান্ত তথ্য

o জলমহাল সংক্রান্ত তথ্য

o রেকর্ডপত্র সংক্রান্ত তথ্য

o ভূমি সংক্রান্ত মামলার তদন্ত বিষয়ক

o রেন্ট সার্টিফিকেট মামলা সংক্রান্ত।

ভূমিউন্নয়নকরঃ

জমির পরিমাণ

ভূমি উন্নয়ন করের বর্তমান হার

কৃষিজমি

২৫ বিঘা পর্যন্ত

ভূমি উন্নয়ন কর মওকুফ

২৫ বিঘা হতে ৩০ বিঘা পর্যন্ত

প্রতি শতাংশ ০.৫০ টাকা

৩০ বিঘার উপরে

প্রতি শতাংশ ১/০০ টাকা

অকৃষিজমি

আবাসিক

প্রতি শতাংশ ৬/০০ টাকা(পৌরভূক্ত)

প্রতি শতাংশ ৫/০০ টাকা(পৌর বহির্ভূত)

শিল্প/বানিজ্যিক

প্রতি শতাংশ ১৭/০০ টাকা (পৌরভূক্ত)

প্রতি শতাংশ ১৫/০০ টাকা (পৌর বহির্ভূত)

কৃষি জমি(পৌর এলাকা ভূক্ত)

প্রতি শতাংশ ১/০০ টাকা

২৫বিঘারনিচেরকৃষিজমিরমালিকগণপৌরবহির্ভূতখতিয়ানপ্রতি২/- টাকাহারেজমাদিয়েমওকুফদাখিলাগ্রহণকরতেপারবেন।

ভূ-সম্পত্তিরনামজারীঃ

সেবাপ্রাপ্তিরপদ্ধতি

সেবাপ্রদানেরসময়কাল

সেবাপ্রদানকারী

নাম জারী আবেদন

তাৎক্ষনিক আবেদন গ্রহণ ও প্রাপ্তি স্বীকার।

জমা সহকারি।

মালিকানা বিষয়ে শুনানী

১৫ দিনের মধ্যে।

mnKvix Kwgkbvi (f~wg)

আবেদন মঞ্জুর, না মঞ্জুর এবং প্রার্থক পক্ষকে অবহিত করণ।

আবেদন দাখিলের ৩০ দিনের মধ্যে।

mnKvix Kwgkbvi (f~wg)

নাম জারী বিষয়ে আবেদন মঞ্জুর হলে রেকর্ড সংশোধন।

আবেদন দাখিলের 45 দিনের মধ্যে।

উপজেলা ভূমি অফিসের নাজির।

আবেদনেরসাথেনিম্নোক্তকাগজপত্রদাখিলকরতেহবেঃ

  • এমআরআর(এসএ)খতিয়ান
  • পৈত্রিক/ওয়ারিশ সূত্রে স্থানীয় পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ সনদ(প্রয়োজনে বন্টননামা)
  • দলিলমূলে প্রাপ্ত হলে রেজিস্ট্রার্ড দলিল(প্রয়োজনে ভায়া দলিল)
  • আদালতের ডিক্রীমূলে প্রাপ্ত হলে উক্ত আদেশের জাবেদা কপি।

খাসজমিবন্দোবস্তঃ

ক্রমিকনং

সেবাপ্রাপ্তিরপদ্ধতি

সেবাপ্রদানেরসময়কাল

সেবাপ্রদানকারী

ভূমিহীন পরিবার কৃষি খাস জমি বন্দোবস্ত চেয়ে নির্ধারিত ফরমে সহকারি কমিশনার(ভূমি) এর বরাবরে লিখিত আবেদন করবেন।

তাৎক্ষনিক আবেদন গ্রহণ ওপ্রাপ্তি স্বীকার

সার্ভেয়ার/সহকারি কমিশনার(ভূমি)

প্রাপ্ত আবেদন জেলা/উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটিকর্তৃক বাছাই/অনুমোদনের পর নির্ধারিত সালামি পরিশোধ করে ডিসি আর গ্রহণ।

অনুমোদন হওয়ার ৭দিনের মধ্যে

ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা/সার্ভেয়ার

দলিল সম্পাদনের লক্ষ্যে সালামী জমা প্রদানের ডিসিআর কপি কবুলিয়ত ফরম ও ৫টাকা মূল্যের ২টি নন জুডিশিয়াল ষ্ট্যাম্প দাখিল।

অনুমোদন হওয়ার ১৫ দিনের মধ্যে

সহকারি কমিশনার(ভূমি)/ সার্ভেয়ার

অর্পিতসম্পত্তিঃ